Sandeshkhali : টার্গেট সাক্ষী? ড্রাইভার কে? নেপথ্যে সবিতা ও মোসলেম! নয়া মোড় শুভেন্দুর মন্তব্যে

Sandeshkhali : সন্দেশখালিতে ফের ত্রাস? ভোলা ঘোষের পরিবারের অভিযোগ, "র‍্যাকেট চালাচ্ছে সবিতা-মোসলেম"। শাহজাহানের মামলা বাংলা থেকে সরানোর ডাক শুভেন্দুর। দুর্ঘটনা নাকি পরিকল্পনা? দেখুন সব আপডেট।

Share this Video

Sandeshkhali : সন্দেশখালির শেখ শাহজাহানের বিরুদ্ধে চেক বাউন্স মামলার সাক্ষীর গাড়িতে রহস্যজনক দুর্ঘটনা। আর এই ঘটনাকে কেন্দ্র করেই রাজ্য রাজনীতিতে তোলপাড়। ‘এটা দুর্ঘটনা নয়, ১০০ শতাংশ খুন’—বিস্ফোরক দাবি দুর্ঘটনায় জখম ভোলা ঘোষের ছেলে বিশ্বজিৎ ঘোষের। পরিবারের এই অভিযোগকে সমর্থন করে তদন্তের মোড় ঘুরিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

মঙ্গলবার শুভেন্দু অধিকারী দাবি করেন, ‘ঘাতক গাড়ির চালক শাহজাহানের ঘনিষ্ঠ। জেলবন্দি থাকলেও শাহজাহানের প্রভাব কমেনি।’ তিনি স্পষ্ট ভাষায় জানান, শাহজাহানের মামলার বিচার পশ্চিমবঙ্গে সুষ্ঠুভাবে হওয়া সম্ভব নয়, তাই মামলাটি অবিলম্বে ভিন রাজ্যে সরানো উচিত।

অন্যদিকে, ভোলা ঘোষের ছেলে বিশ্বজিৎ ঘোষ ঘটনার হাড়হিম করা বিবরণ দিয়েছেন। তাঁর দাবি, 'ঘাতক লরির চালকের নাম আলিম। গাড়িটি লাউখালির। লরিটা আগে থেকেই ফলো করছিল। প্রথমে দু'বার ধাক্কা মারে, তৃতীয়বার সজোরে ধাক্কা মেরে গাড়িটিকে জলে ফেলে দেয়। 'তাঁর আরও অভিযোগ, শাহজাহান জেলে বসেই ফোনে স্ত্রীর সঙ্গে কথা বলেন এবং সেখান থেকেই 'র‍্যাকেট' নিয়ন্ত্রণ করছেন। সবিতা রায় ও মোসলেম শেখের মতো স্থানীয় নেতারা শাহজাহানের নির্দেশেই এই কাজ করিয়েছে। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Related Video