বাড়ি বাড়ি গিয়ে চলছে এখন করোনা টিকাকরণ। এমনই ছবি দেখা গেল পুরুলিয়ার ঝালদায়। সেখানে স্বাস্থ্যকর্মীরা পৌঁছে যাচ্ছেন বাড়িতে। সূত্রের খবর, ইতিমধ্যেই শারীরিকভাবে অক্ষম ৩১ জনের টিকাকরণ হয়েছে।
বাড়ি বাড়ি গিয়ে চলছে এখন করোনা টিকাকরণ। এমনই ছবি দেখা গেল পুরুলিয়ার ঝালদায়। সেখানে স্বাস্থ্যকর্মীরা পৌঁছে যাচ্ছেন বাড়িতে। সূত্রের খবর, ইতিমধ্যেই শারীরিকভাবে অক্ষম ৩১ জনের টিকাকরণ হয়েছে। আগেও বাড়ি গিয়ে ৯০ জনকে টিকা দেওয়া হয়েছে। আশপাশের গ্রামের মানুষদেরও সেখানে টিকা দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে ঝালদা পৌরসভার প্রশাসক সুরেশ আগরওয়াল জানান, রাজ্যে বন্ধ হতে পারে প্রথম ডোজ ভ্যাকসিনেশন। তাই জোর কদমে ওয়ার্ডে ওয়ার্ডে চিহ্নিত করা ব্যক্তিদের চলছে ভ্যাক্সিনেশন। সঙ্গে শারীরিক ভাবে অক্ষম ব্যক্তিদের এই মুহূর্তে ৩১ জনের নাম এসেছে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে। স্বাস্থ্য কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তাদের প্রথম ডোজ ভ্যাক্সিনেশন করছেন। এর পূর্বেও প্রায় ৯০ জনকে বাড়িতে গিয়ে ভ্যাকসিন দেওয়া হয়েছে। এই মুহূর্তে ঝালদা পৌরসভার স্বাস্থ্য কেন্দ্র থেকে প্রায় ৩৩ হাজার প্রথম ডোজ ও ১৭ হাজার দ্বিতীয় ডোজ করোনা টিকাকরণ দেওয়া হয়েছে।