করোনার দ্বিতীয় ঢেউয়ে ভয়াবহ পরিবেশ রাজ্য জুড়ে । প্রতিদিন আক্রান্ত এবং মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে। সেই করোনা নিয়েই এবার নতুন আতঙ্ক। হাসপাতাল চত্ত্বরে পড়ে রয়েছে পিপিই কিট। এছাড়াও পড়ে রয়েছে মাস্ক এবং গ্লাবসও। উত্তর হাওড়ার ঘুসুড়ির টিএল জয়সোয়াল হাসপাতালে চত্ত্বরে এমনটাই দেখাযায়। এই ঘটনা ঘিরে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। হাওড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ ভবানী দাস জানান তিনি বিষয়টি জানতেন না। ওই সব জঞ্জাল যাতে দ্রুত সরিয়ে ফেলা হয় সে ব্যাপারে তিনি সুপারকে নির্দেশ দেবেন।