করোনা রুখতে রাজ্যে কড়াকড়ি। রবিবার থেকে ৩০ মে পর্যন্ত কার্যত লকডাউন রাজ্যে, ঘোষণা করল নবান্ন। রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। রাজ্যের সমস্ত সরকারি এবং বেসরকারি অফিস বন্ধ রাখার নির্দ্দেশ। এমারজেন্সি পরিষেবার যেকোনও অফিস খোলা থাকবে। শমিং মল, বিউটি পার্লার, সুইমিং পুল, জিম, সিনেমাহল প্রভৃতি বন্ধ থাকবে। বাজার খোলা থাকবে সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত। মিষ্টির দোকান সকাল ১০ টা থেকে ৫টা পর্যন্ত খোলা থাকবে। ওষুধের দোকান, চশমার দোকান প্রভৃতি খোলা থাকবে। লোকাল ট্রেন, মেট্রো, ট্যক্সি, অটো প্রভৃতি পরিষেবা বন্ধ থাকবে। সামাজিক যেকোনও অনুষ্ঠান বন্ধ থাকবে। ৫০ জন অতিথি নিয়ে বিয়ের অনুষ্ঠানের নির্দেশ। করোনা মোকাবিলা করতেই এই সকল পদক্ষেপ নিয়েছে রাজ্য।