চোখের নিমেষে বদলাচ্ছে পোশাক। আকর্ষণীয় সব পোশাকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন দর্শনা। অন্যদিকে বহুদিন পর ঠোঁটে লিপস্টিক লাগালেন স্বস্তিকা। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে জানালেন সেই কথা। এবার আসাযাক রাজশ্রী পুত্র ছোট্ট ইউভানের কথায়। নিজের হাতেই আম খেতে দেখা গেল তাকে। অন্যদিকে ছেলের সঙ্গে নিজের প্রথম ছবি শেয়ার করলেন শ্রেয়া ঘোষাল। সেই সঙ্গেই জানালেন ছেলের নাম দিয়েছেন দেবায়ন। এবার দেখে নেওয়া যাক বিয়ের পরে এখন কেমন সময় কাটছে ওম-মিমি -র। গানে গানে কথপকথন চলছে এখন দু'জনের।