মমতা বন্দ্যোপাধ্যায়ের সাজে এক ক্ষুদে। এই ভিডিও এখন ভাইরাল নেটদুনিয়ায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও-তে লিপ ক্ষুদের। ভাইরাল এই ভিডিও দেখে হেসে কুটোপুটি সকলে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো করে সাজ। মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও। আর তাই দিয়ে নেট দুনিয়া মাতাচ্ছে ছোট্ট ক্ষুদে। বরাবরই নেট দুনিয়া মাতিয়ে রাখে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাচন ভঙ্গি। তাঁর বাচন ভঙ্গির ক্লিপ শট নিয়ে বহু ভিডিও তৈরি হয়েছে। যাতে এসেছে লক্ষ লক্ষ ভিউস। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক অডিও ক্লিপ এবং ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছিল। এই সব ক্লিপ দিয়ে আবার তৈরি হয়েছিল সোশ্যাল মিডিয়া রিল। দুর্দান্তরকমের জনপ্রিয় হয়েছিল এই রিলগুলি। সোশ্যাল মিডিয়ার সুবাদে এখন ভিডিও রিল এবং শর্টস ভিডিও প্রবল জনপ্রিয়। আর এতে যদি একটু মজার বিষয় রাখা যায় যা দেখে দর্শকরা আনন্দিত হন তাহলে তো কথাই নেই। বর্তমানে বহু শিশুকেও দেখা যাচ্ছে এমন মজাদার সব রিল বানাতে। এই ভিডিও-র ক্ষুদে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো শাড়ি এবং চোখে চশমা পরেছেন তা দেখার মতো। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের ওরিজিনাল অডিও-র সঙ্গে তার গলা মেলানো এক্কেবারে মজাটাকে জমজমাট করে দিয়েছে।