জি বাংলার আসতে চলেছে নতুন ধারাবাহিক বোধিসত্ত্বের বোধবুদ্ধি ইতিমধ্যেই সামনে এসেছে ধারাবাহিকের প্রমো। প্রোমো দেখে এটুকু স্পষ্ট পারিবারিক গল্প হলেও মূলত বোধিসত্ত্বের নানান মজার কাণ্ড নিয়ে শুরু হতে চলেছে এই ধারাবাহিক
ইতিমধ্যেই সামনে এসেছে বোধিসত্ত্বের বোধবুদ্ধি ধারাবাহিকের প্রমো | মূলত বোধিসত্ত্বের নানান মজার কাণ্ড নিয়ে শুরু হতে চলেছে এই ধারাবাহিক | ক্লাস ফোরে পড়া একটি ছোট্ট ছেলে বোধিসত্ত্ব তার বোধ বুদ্ধি হার মানায় তার থেকে অনেক বড়দেরও | জনপ্রিয় অভিনেত্রী সোনালীকে বোধিসত্ত্বের মায়ের ভূমিকায় দেখা যাচ্ছে | বোধিসত্ত্বের বাবার ভূমিকায় দেখা যাবে বিশ্বনাথ বসু | সম্প্রতি হয়ে গেল বোধিসত্ত্বের বোধবুদ্ধির প্রেস কনফারেন্স সেখানে হাজির ছিল গোটা টিম | জানালেন ধারাবাহিক নিয়ে তাদের আশানুরূপ প্রতিক্রিয়া। এ তো গেল বড়দের কথা এশিয়ানেট এর সঙ্গে কথা বলে নিলেন খুদে বোধিসত্ত্ব