৮ জুলাই 'রানি রাসমণি' ধারাবাহিকে শেষ হয়েছে রানিমার যাত্রা। রানিমার প্রয়াণেই শেষ হয়েছে দিতিপ্রিয়ার অধ্যায়। এখন এই ধারাবাহিক এগিয়ে চলেছে গদাধরকে নিয়ে। 'রাসমণি উত্তর পর্ব' নাম নিয়ে এখন এগিয়ে চলেছে ধারাবাহিক। রাসমণি উত্তর পর্বে এবার নয়া মোড়। দক্ষিণেশ্বর মন্দিরে আগমণ হল মা সারদার। মা সারদার চরিত্রে অভিনয় করছেন সন্দীপ্তা। সারদা দেবী -র চরিত্রে অভিনয় করতে পেরে খুশি সন্দীপ্তা। এমনটাই জানালেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। মা সারদা -কে নিয়ে জোর কদমে চলছে এখন শুটিং।
৮ জুলাই 'রানি রাসমণি' ধারাবাহিকে শেষ হয়েছে রানিমার যাত্রা। রানিমার প্রয়াণেই শেষ হয়েছে দিতিপ্রিয়ার অধ্যায়। এখন এই ধারাবাহিক এগিয়ে চলেছে গদাধরকে নিয়ে। 'রাসমণি উত্তর পর্ব' নাম নিয়ে এখন এগিয়ে চলেছে ধারাবাহিক। রাসমণি উত্তর পর্বে এবার নয়া মোড়। দক্ষিণেশ্বর মন্দিরে আগমণ হল মা সারদার। মা সারদার চরিত্রে অভিনয় করছেন সন্দীপ্তা। সারদা দেবী -র চরিত্রে অভিনয় করতে পেরে খুশি সন্দীপ্তা। এমনটাই জানালেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। মা সারদা -কে নিয়ে জোর কদমে চলছে এখন শুটিং।