রাজনীতি আর অভিনয় নিয়ে ব্যস্ত থাকেন মিমি চক্রবর্তী। রাজনীতির কাজ সারা বছরই থাকে। তারওপর অভিনয়।
রাজনীতি আর অভিনয় নিয়ে ব্যস্ত থাকেন মিমি চক্রবর্তী। রাজনীতির কাজ সারা বছরই থাকে। তারওপর অভিনয়। সদ্যোই মিমি অভিনীত মিনি নামের একটি বাংলা ছবি মুক্তি পেয়েছে। সিনেমা তেমন না জমলেই মিমির অভিনয় প্রশংসা পেয়েছে। তারপরই হয়তো ছুটি কাটাতে গেছেন মিনি। তবে কোথায় গেছেন তা এখনও প্রকাশ্যে আসেনি। সমুদ্রের তীরে বেশ কিছু স্টিল ছবি শেয়ার করেছেন মিমি। সঙ্গে ভিডিও পোস্ট করেছেন । যেখানে সমুদ্রের তীরে তাঁকে দেখা গেছে। সমুদ্রের সৈকতে রীতিমত অন্য মেজাজে রয়েছে মিমি চক্রবর্তী। যা নেটিজেনদেরও মন কেড়ে নিয়েছে। এমনিতেই মিমি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয়। তাঁর অনুগামীর সংখ্যাও বেশ বেশি।