শুভশ্রী -র আদরের পোষ্য জিলাটো, সেও তাঁর কাছে সন্তান তুল্য। তারই জন্মদিন পালন করতে দেখা গেল শুভশ্রীকে। কেক কেটে পালান হল তার জন্মদিন। আদরের জিলাটো -র জন্মদিন বেজায় খুশি শুভশ্রী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তার ভিডিও। ভিডিওতে দেখা গেল ইউভানকেও। ইউভান এবং জিলাটোর খেলার ছবিও দেখা গেল সেখানে। দু'জনে মিলে পুতুল নিয়ে টানা শুরু করেছে। এমনই ভিডিও উঠে এল সোশ্যাল মিডিয়ার হাত ধরে।
শুভশ্রী -র আদরের পোষ্য জিলাটো, সেও তাঁর কাছে সন্তান তুল্য। তারই জন্মদিন পালন করতে দেখা গেল শুভশ্রীকে। কেক কেটে পালান হল তার জন্মদিন। আদরের জিলাটো -র জন্মদিন বেজায় খুশি শুভশ্রী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তার ভিডিও। ভিডিওতে দেখা গেল ইউভানকেও। ইউভান এবং জিলাটোর খেলার ছবিও দেখা গেল সেখানে। দু'জনে মিলে পুতুল নিয়ে টানা শুরু করেছে। এমনই ভিডিও উঠে এল সোশ্যাল মিডিয়ার হাত ধরে।