দীর্ঘ লড়াইয়ের অবসান ঘটিয়ে ১৫ নভেম্বর প্রয়াত হয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তার মরদেহ নিয়ে যাওয়ার সময় রাস্তায় অসংখ্য মানুষের ঢল নেমেছিল। রাজনীতির লাল - সবুজ সব রঙ সেদিন মিশে গিয়েছিল এক সঙ্গে। রাস্তায় নেমেছিলেন সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাই নিয়েই মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। প্রসঙ্গত, বুধবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের গল্ফ গ্রিনের বাড়িতে গিয়েছিলেন কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সেখানে গিয়ে তিনি প্রথমেই দেখা করেন সৌমিত্র কন্যা পৌলোমী -র সঙ্গে। সেখানে দাঁড়িয়ে বেশ খানিকক্ষণ কথা বলেন তিনি পৌলোমী দেবীর সঙ্গে। এরপর সৌমিত্র চট্টোপাধ্যায় যে ঘরে থাকতেন সেই ঘর ঘুরে দেখেন অধীর রঞ্জন চৌধুরী। সেখানে তিনি জানিয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের ঘর দর্শন করে তিনি উপলব্ধি করেছেন যেন তীর্থ যাত্রা করলেন। এর পাশাপাশি সেখানে তিনি একাধিক রাজনৈতিক মন্তব্যও করেন। পাশাপাশি তিনি সরকারের কাছে আবেদন জানিয়েছেন, সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটে যেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের নামে একটি চেয়ার উৎসর্গ করা হয়।