সদ্যই আমাদের এক সম্পদকে হারিয়েছি আমরা। এমন একজনকে হারিয়েছি, যার কন্ঠে খোদ সরস্বতীর বাস। আর সেই হারানোর ক্ষত এখনও তরতাজা সকলের মনে। ব্যতিক্রম নয় আপনাদের প্রিয় সিদ্ধার্ত অর্থাৎ অভিনেতা আদৃও। পাহাড়ে গিয়ে প্রকৃতির কোলে সুর সম্রাজ্ঞীকে স্বরণ করলেন অভিনেতা।
সদ্যই আমাদের আমাদের এক সম্পদকে হারিয়েছি আমরা। যার কন্ঠে খোদ সরস্বতীর বাস তাকেই আমরা হারিয়েছে এবছর। আর সেই হারানোর ক্ষত এখনও তরতাজা সকলের মনে। ব্যতিক্রম নয় আপনাদের প্রিয় সির্ধাথ অর্থাৎ অভিনেতা আদৃতেরও। তাই ধারাবাহিকের শুটিং এ পাহাড়ে গিয়ে প্রকৃতির কলেই সুর সম্রাজ্ঞীকে স্বরণ করলেন অভিনেতা। অভিনেতা আদ্রিত রায় যে অভিনয়ের পাশাপাশি দারুণ গানও জনেন সে কথা কারও অজানা নয়। সময় পেলেই নিজের গিটার নিয়ে গানে আড্ডায় জমিয়ে দেয় পরিবেশ। আর এবারও তেমনটাই হল। আবারও তাঁকে গান গাইতে দেখা গেল তবে এবার গিটার বাজিয়ে নয় খালি গলায় গাই গাইতে শোনা গেল তাঁকে। পাহাড়ের সুন্দর পরিবাশের মাঝেই সময় কাটাতে কাটাতে গান গাইতে দেখাগেল তাঁকে। তবে এই গান তিনি গেয়েছেন লতা মঙ্গেশকরকে মনে করে। সদ্যই আমাদের ছেড়ে চলে গিয়েছেন লতা মঙ্গেশকর। তাঁর মৃত্যু সবার মনে দাগ কেটে গিয়েছে। আর সেই লতা মঙ্গেশকরকে মনে করেই তাঁরই গাওয়া একটি গান গাইতে শোনা গিয়েছে তাঁকে।