ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টলি অভিনেতা নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। বন্ধুত্ব থেকে প্রেম আর এবার বিয়ে সারতে চলেছেন এই টলি অভিনেতা ও অভিনেত্রী। আর তারাই এখন বিয়ের আগে চুটিয়ে প্রেম করছেন। বারবার গানের তালে রোম্যান্স করতে দেখা যাচ্ছে নীল ও তৃণা -কে। এবার গানের সুরেই মনের কথা জানাতে শোনা গেল নীল -কে। তৃণাকে ছাড়া নীল যে অসম্পূর্ণ সেই কথাই জানালেন নীল।