অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেল অজয় দেবগণের আপকামিং ভেঞ্চার 'তনহাজি: দ্য আনসাং হিরো'-র ট্রেলর। সঙ্গে সঙ্গে প্রকাশ পেল ছবিতে স্ত্রী কাজলের ফার্স্ট লুক। এই ছবি উপলক্ষ্যে এক বিশেষ প্রিভিউর আয়োজন করেছিলেন অজয় দেবগণ। এসেছিলেন চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা বনসালি এবং পরিচালক রোহিত শেট্টি। আগামী বছর মুক্তি পাবে ছবিটি। এই ছবি হতে চলেছে অজয়ের শততন ফিল্ম। ছবিতে উদয়ভানের চরিত্রে দেখা যাবে সইফ আলি খানকে।
অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেল অজয় দেবগণের আপকামিং ভেঞ্চার 'তনহাজি: দ্য আনসাং হিরো'-র ট্রেলর। সঙ্গে সঙ্গে প্রকাশ পেল ছবিতে স্ত্রী কাজলের ফার্স্ট লুক। এই ছবি উপলক্ষ্যে এক বিশেষ প্রিভিউর আয়োজন করেছিলেন অজয় দেবগণ। এসেছিলেন চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা বনসালি এবং পরিচালক রোহিত শেট্টি। আগামী বছর মুক্তি পাবে ছবিটি। এই ছবি হতে চলেছে অজয়ের শততন ফিল্ম। ছবিতে উদয়ভানের চরিত্রে দেখা যাবে সইফ আলি খানকে।
৩মিনিট ২১ সেকেন্ডের ট্রেলার দর্শকদের ইতিহাসে ফিরিয়ে নিয়ে গিয়েছে। এই ছবিতে মারাঠা সাম্রাজ্যের দাপট ও ঐতিহ্যের কাহিনী তুল ধরা হয়েছে।