১৫ নভেম্বর শেষ হয় খিদদার বাঁচার লড়াই। বাঁচার লড়াইয়ে পরাজিত হয়েও মানুষের কাছে অপরাজিত 'অপু'। বাংলা সিনেমা, থিয়েটার চিরদিন মনে রাখবে তাঁর নামটা। বাঙালির মনেও তিনি অমর হয়ে থাকবেন। আর তাকেই স্মরণ করতে এক স্মরণ সভার আয়োজন। রবিবার বিকেলে জ্ঞানমঞে আয়োজন করা হয়েছিল এই সভার। সভায় উপস্থিত ছিলেন ছেলে সৌগত ও মেয়ে পৌলমী। এছাড়াও উপস্থিত ছিলেন আত্মীয়-স্বজন ও কলাকুশলীরা, ছিলেন তরুণ মজুমদার, পরিচালক অনীক দত্ত এবং তার থিয়েটারের আলোকসজ্জায় যিনি তার সঙ্গে সর্বক্ষণের সঙ্গী ছিলেন সেই বাদল দাসও প্রমুখ। সেখানে সকলে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। সেই সঙ্গেই নিজেদের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন সেই মঞ্চেই। সেখানে গান গেয়ে তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করেন ইমন চক্রবর্তী। এছাড়াও ছিলেন দুর্নিবার সাহা, রূপঙ্কর বাগচী প্রমুখ। সকলে সেখানে নিজেদের মত করে তাঁদের শ্রদ্ধা জ্ঞাপন করেন।