আলিয়া ভাট এবং রণবীর কাপুর ব্রহ্মাস্ত্রের একটি গানের প্রিভিউয়ের লঞ্চ ইভেন্টে এসেছিলেন, এই প্রথম বেবি বাম্প প্রকাশ্যে এল আলিয়ার
আলিয়া ভাট এবং রণবীর কাপুর ব্রহ্মাস্ত্রের একটি গানের প্রিভিউয়ের লঞ্চ ইভেন্টে এসেছিলেন | তাদের সাথে ছিল পরিচালক অয়ন মুখার্জি | স্বামীকে একেবারে জড়িয়ে ধরে ক্যামেরার সামনে হাসি মুখে পোজ দেন বলি ডিভা | চোখে-মুখে উপচে পড়ছে প্রেগন্যান্সির গ্লো | ব্রহ্মাস্ত্র আলিয়া এবং রণবীরের একসঙ্গে প্রথম ছবি | এই ইভেন্টের পর এই জুটিকে একসাথে মুম্বাই বিমানবন্দরে দেখা যায়