চট করে পাকরাও করে নেওয়া গেল আমাদের এই পথ যদি না শেষ হয়-এর দুই চরিত্র মলি এবং মুমু। যারা এই পথ যদি না শেষ হয় সিরিয়ালের নিয়মিত দর্শক তাঁদেরকে নতুন করে নিশ্চয় বলার কিছু নেই যে আসলে এই মলি এবং মুমু।
আমাদের এই পথ যদি না শেষ হয়ের সেটে হাজির আমরা। থুড়ি আমরা মানে এশিয়ানেট নিউজ বাংলা। আর সেটে ঢুকেই আমরা সটানে হাজির সাজঘরে। আসলে ধারাবাহিক শ্যুটিং-এর সাজঘর মানে একটা অন্য ব্যাপার। মানে! আরে সবুড়ে মেওয়া ফলে- সাজঘর মানেই অভিনেতা-অভিনেত্রীর আড্ডার ঠিকানা। জমাটি মুড়ি-মাখা-চা থেকে খুনসুটি। আর সেই ঘেরাটোপেই হাজির আমরাও। চট করে পাকরাও করে নেওয়া গেল এই পথ যদি না শেষ হয়-এর দুই চরিত্র মলি এবং মুমু। যারা আমাদের এই পথ যদি না শেষ হয় সিরিয়ালের নিয়মিত দর্শক তাঁদেরকে নতুন করে নিশ্চয় বলার কিছু নেই যে আসলে এই মলি এবং মুমু। তাই আমরা ধরেও নিচ্ছি যে মলি এবং মুমু-র মধ্যে রসায়নটাও তারা জানেন। কিন্তু সাজঘরে মানে যাকে আমরা গোদা বাংলায় বলে থাকি মেকআপ রুম- সেখানে ঢুকে আমরা তো অবাক। পাশাপাশি জমিয়ে আড্ডা মারছে মলি এবং মুমু। আমরাও ক্যামেরা আর বুম নিয়ে ঢুকে পড়লাম সেই আড্ডায়। আরও চমক! মলি এবং মুমু কে প্রায় ক্লোজফ্রেমে ক্যামেরাবন্দি করতেই অবাককাণ্ড, কারণ দুজনের কারও বয়স দেখে ঠাহর করা যাচ্ছে না- কে মা আর কে মেয়ে। শুধুমাত্র বোঝা যাচ্ছে পোশাকে এবং মুমু-র পাকা চুলের উইগটাকে দেখে। এরপর যা আড্ডা হল। তা দেখতে এবং জানতে আপনাদের চোখ রাখতেই হবে এই ভিডিও-র উপরে।