অসাধারণ অভিনয়ে ইতিমধ্যেই নজর কেড়েছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী। ধরক ছবি দিয়েই অভিনয় জগতে যাত্রা শুরু এই বলি সুন্দুরীর। তাঁর রূপেরও তারিফ শোনা যায় হামেশাই। এবার সেই জাহ্নবীকেই দেখা গেল দুর্দান্ত নাচ করতে। শ্রীদেবীও নাচের জন্য অনেক প্রশংসা কুড়িয়েছেন এক সময়, এবার শ্রীদেবী কন্যা রীতিমতন ঝড় তুলেছে নেট দুনিয়ায়। পরনে সাদা পোশাক তাঁর অসাধারণ বেলি ডান্সের ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।