টলি সুন্দরিদের মধ্যে দর্শনা এখন নজরকাড়ছে সকলের। আর সেই দর্শনাকেই এবার দেখা পরনে হলুদ পোশাক আর তার সঙ্গে ছিমছাম সাজে। তাঁর নজরকাড়া লুকের ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। শুধু তাঁর লুকই নয় সেই সঙ্গে গানের তালে তালে নাচতেও দেখা গেল। রীতিমতন নাচে মগ্ন সে। সব মিলিয়ে হলুদ পোশাকে ঠিক যেন ডানা কাটা পরী মনে হচ্ছে তাঁকে।