২০২০ শেষ হতে আর কিছু সময়ের অপেক্ষা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নতুন বছর শুরুর কাউন্টডাউন। ভালো-মন্দ মিশিয়েই কেটেছে ২০২০। ২০২০ কেমন কেটেছে বলি অভিনেতাদের। সোশ্যাল মিডিয়ার হাত ধরেই উঠে এসেছে তাঁদের একাধিক আকর্ষণীয় সব ছবি। ঘোড়ায় চেপে নাচে মত্ত অক্ষয় কুমারের। নিজেকে ফিট রাখতে শরীর চর্চায় ব্যস্ত টাইগার শ্রফ। করোনা সতর্কবার্তায় কিং খান। ভক্তদের ভার্চুয়াল শুভেচ্ছা বার্তা রণবীর সিং -কে, আর তাতেই বেজায় খুশি অভিনেতা।