২০২০ শেষ হতে আর কিছু সময়ের অপেক্ষা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নতুন বছর শুরুর কাউন্টডাউন। ভালো-মন্দ মিশিয়েই কেটেছে ২০২০। ২০২০ কেমন কেটেছে বলি অভিনেত্রীদের। সোশ্যাল মিডিয়ার হাত ধরেই উঠে এসেছে তাঁদের একাধিক আকর্ষণীয় সব ছবি। জলের নীচে জলপরী দিশা পাটানি। পরনে বাথ রোব, মাথায় ফুল গুঁজে নাচ দীপিকার। নিজেকে ফিট রাখতে শরীরচর্চা জ্যাকলিনের। কোভিড টেস্ট করাতে গিয়ে একি হল ক্যাটরিনা। চ্যালেঞ্জ নিতে প্রস্তুত নুসরত বারুচা। লং ড্রেসে নজরকাড়া লুকে নোরা। নাচে মত্ত করিশমা তান্না।