২০২০ শেষ হতে আর কিছু সময়ের অপেক্ষা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নতুন বছর শুরুর কাউন্টডাউন। ভালো-মন্দ মিশিয়েই কেটেছে ২০২০। ২০২০ নেহাত মন্দ কাটেনি টলি অভিনেত্রীদেরও। সোশ্যাল মিডিয়ার হাত ধরেই উঠে এসেছে সেই ছবি। সমুদ্রে নৌকায় প্রিয়াঙ্কা, একাই কাটাচ্ছেন সময়। আবার পুজোয় মাস্ক পরেই নাচে মত্ত নুসরাত। অন্যদিকে বড়দিনের শুভেচ্ছা বার্তা জানিয়ছেন মিমি। সেই সঙ্গে রেয়েছে তাঁর আদরের পোষ্যটিও। এই বছরেই বাংলার বুকে আছড়ে পড়েছিল আমফান। আর সেই সঙ্গেই করোনার প্রকোপ। আর সেই নিয়েই ভাবি সন্তানকে কবিতা শোনালেন শুভশ্রী। তবে সেই দুঃখ ভুলেই বিয়ের দু'বছর পূরণের আনন্দ। মেতে উঠতে দেখা গিয়েছিল রাজ-শুভশ্রীকে। অন্যদিকে ঋতাভরীর গালায় শোনা গেল গান। ভিডিও উঠে এসেছিল সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আবার শ্রাবন্তির মনে যেন দুঃখের শেষ নেই। মনের দুঃখেই গানের সঙ্গে করলেন লিপসিং। গানের সঙ্গে নাচে মত্ত অভিনেত্রী সনদীপ্তা। বসে বসেই চলছে তাঁর নাচ। মনের আনন্দে সময় কাটাচ্ছেন অভিনেত্রী সয়ন্তিকা। সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। সেক্সি লুকে নজর কাড়া পোশাকে দেখা গিয়েছে ঋতুপর্ণাকে। ২০২০ -র অধিকাংশ সময়ই কেটেছে তাঁর সিঙ্গাপুরেই।