বড়দিন আর সেই সঙ্গেই জন্মদিন দুটোর অনন্দেই মেতেছেন দেব। শুটিংয়ের ফাঁকেই জন্মদিন পালন করলেন দেব। শুটিং সেটেই কাটলেন কেক। আর সেই সঙ্গেই বিশেষ উপহার দিলেন রুকমিনি। দেবের নামে হোর্ডিং, আর তাতেই লেখা হ্যাপি বার্থ ডে। এই উপহারই দেবকে জন্মদিনে দিলেন রুকমিনি। জন্মদিনে এমন উপহার পেয়ে বেজায় খুশি দেব। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে রুকমিনিকে ধন্যবাদও জানালেন দেব।