৮ জানুয়ারি জন্মদিন টলি ডিভা নুসরতের। সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ছে শুভেচ্ছা বার্তা। একাধারে অভিনেত্রী অন্যদিকে সাংসদও তিনি। দুই দিকেই একেবারে পারফেক্ট ব্যালান্স করে চলছেন অভিনেত্রী। বর্তমানে বিভিন্ন শ্যুটের কাজে ব্যস্ত তিনি। সব মিলিয়ে তাঁর গুণের তারিফ করতেই হয়। টলিউডের সেনসেশন ও বলাই যায় তাঁকে। ভবিষ্যতে এভাবেই এগিয়ে এগিয়ে চলুন নুসরত, এটাই কাম্য। জন্মদিনে একরাশ শুভেচ্ছাবার্তা তাঁকে।