সারা দেশ মেতেছে আলোর উৎসবে। দীপাবলি বলে কথা, উৎসবে মাততে পিছিয়ে নেই বলিউডের তারকারাও।
সারা দেশ মেতেছে আলোর উৎসবে। দীপাবলি বলে কথা, উৎসবে মাততে পিছিয়ে নেই বলিউডের তারকারাও। পরিবার, পরিজন ও বন্ধুদের সঙ্গে এই সময়টা একান্তভাবে কাটাতে চান তারাও। এর মাঝেই দর্শকদের দীপাবলির শুভেচ্ছ জানাতে ভুললেন না বলি তারকারা। মালাইকা আরোরা থেকে সোফিয়া চোধুরি, বলিউড ডিভা সোনম কাপুর সকলেই নিজেদের ফ্যানেদের জানালেন শুভেচ্ছা। অভিনেতা রাজকুমার রাও দীপাবলিতে সকলের মঙ্গল কামনা করলেন।