দীপাবলি উপলক্ষ্যে ঝলমলে বলি তারকারা। বরাবরই দীপাবলিতে বাড়িতে বিশেষ পার্টির আয়োজন করেন বিগ বি। এবরাও জলসাতে বচ্চন পরিবারের দীপাবলি পার্টিতে বসেছিল চাঁদের হাট।
দীপাবলি উপলক্ষ্যে ঝলমলে বলি তারকারা। বরাবরই দীপাবলিতে বাড়িতে বিশেষ পার্টির আয়োজন করেন বিগ বি। এবরাও জলসাতে বচ্চন পরিবারের দীপাবলি পার্টিতে বসেছিল চাঁদের হাট। ট্যাডিশনাল পোশাকে হোমা, মালিনী, কাজল থেকে মাধুরি দিক্ষিত সবাই হাজির ছিলেন পার্টির গ্ল্যানমার বাড়াতে। দেখা গেল শ্রদ্ধআ কাপুর, টাইগার শ্রফ এবং সারা আলি খানকেও। হাজির ছিলেন হরভজন সিং-ও। করিনা কাপুরও দীপাবলি উপলক্ষ্যে নিজের বাড়িতে দিয়েছিলেন পার্টি। সেখানে বোন অমৃতাকে নিয়ে উপস্থিত ছিলেন মালাইকা আরোরা। অতিথি অর্ভ্যত্থনা করতে দেখা যায় স্বয়ই সইফ আলিকে। ছিলেন করিনার দিদি করিশ্মাও। এসেছিলেন সোহা আলি খান ও তাঁর স্বামী কুণাল খেমু। কাপুর পরিবারেও ছিল উৎসবের মেজাজ। স্বামী আনন্দ আহুজার সঙ্গে দীপাবলির পার্টির আয়োজন করেছিলেন ফ্যাশন ডিভা সোনম। যেখানে হাজির ছিলেন অনিল কাপুর। এছাড়াও দেখা গেল সোনাক্ষি সিনহা , জাহ্নবী কাপুরদেরও। পার্টিতে স্বামী বিরাট কোহলিকে নিয়ে হাজির হয়েছিলেন অনুষ্কা শর্মা।