পায়ে পায়ে ৩০০ পর্ব পেরোলো উমা, বলতে গেলে এক নতুন পালক, কেক কেটে সেলিব্রেশন
শুরু থেকেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল উমা অভি জুটি | একটা গ্রামের সাধারণ মেয়ের আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে এই ধারাবাহিক | মুখ্যচরিত্রে নীল ভট্টাচার্য এবং সৃঞ্জিনী | পেটের দায় গয়না বড়ি বানিয়ে সংসার চালাত উমা | কিন্তু তার চোখে ছিল ২২ গজের স্বপ্ন, ক্রিকেটার হওয়ার স্বপ্ন | বাবার অসম্পূর্ণ স্বপ্নকে পূরণ করে উমা | উমার সর্বক্ষণের সঙ্গী তাঁর জীবনসঙ্গী সকলের প্রিয় অভি | পায়ে পায়ে ৩০০ পর্ব পেরোলো উমা, বলতে গেলে এক নতুন পালক