ছট পুজোর শুভেচ্ছা বার্তা দিলেন জনপ্রিয় বলি তারকা দিব্যেন্দু। জনপ্রিয় ওয়েব সিরিজ মির্জাপুরের মুন্না ত্রিপাঠি হিসেবেই তিনি এখন পরিচিত আরা তিনি সবাইকে এবার শুভেচ্ছা বার্তা দিলেন। ছট পুজোর শুভেচ্ছাবার্তার পাশাপাশি তিনি সবাইকে বাড়িতে থেকেই ছট পুজো উপভোগ করার অবেদন করেছেন। করোনা সতর্কতার কথা ভেবেই তাঁর এই বার্তা। সেই সঙ্গেই সোশ্যাল ডিসটেন্সিয়ের কথাও বললেন তিনি। মির্জাপুর আপাতত শেষ সব মিলিয়ে তিনি যে আপাতত ছট পুজো নিয়ে মেতেছেন সেটা বেশ বোঝা যাচ্ছে।