মিউজিক লঞ্চ অনুষ্ঠানে কিশমিশ ছবির গল্প বললেন দেব আর রুক্মিণী। দুজনেই দুজনকে মেরে ছিলেন। পার্কস্ট্রিটে হল ছবির গান প্রকাশ অনুষ্ঠান।
আবার সিলভার স্ক্রিনে জুটি বাঁধেছেন দেব আর রুক্মিনী। এবার বাংলার জনপ্রিয় দুই তারকাকে দেখা যাবে কিশমিশ ছবিতে। আগেই লঞ্চ করেছিল ছবির ট্রেলার। তা রীতিমত জনপ্রিয় হয়েছে। এবার পার্কস্ট্রিটের একটি হোটেলে ছবির গান লঞ্চ করল। দেব-রুক্মিনীসহ উপস্থিত ছিলেন ছবির অন্যান্য কলাকুশলীরাও। দেব আর রুক্মিনী দুজনেই জানান তাঁরা ছবির শ্যুটিং এ খুব মজা করেছেন। গল্পটাই খুব মজার। বিশেষত গানের দৃশ্যের শ্যুটিংএর সময় রুক্মিনীর দিকে নাকি বইয়ের ব্যাগ ছুঁড়ে মারা হয়েছিল। ছবির পরিচালক রাহুল মুখোপাধ্যায়। সঙ্গীত পরিচালনা করেছে নীল চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন কাজ করতে তাঁর ভালো লেগেছে। এতদিন এভাবে তিনি কাজ করেননি। এই ছবিতে পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, অঞ্জনা বসুসহ একঝাঁক নামি শিল্পিকেও দেখা যাবে। দেবের শেষ ছবি টনিক ভালো ব্যবসা করেছে। তাই কিশমিশ ঘিরে আশার আলো দেখছেন তিনি। আগামী ২৯ এপ্রিল মুক্তি পাবে এই ছবিটি।