গ্রেফতার গায়ক শিলাজিতের ছেলে ধী মজুমদার ৷ ধী-কে মাদকসহ গ্রেফতার করা হল ৷ গ্রেফতার করল রিজেন্ট পার্ক থানার পুলিশ ৷ শুক্রবার রাতে টালিগঞ্জ মেট্রোর সামনে থেকে গ্রেফতার করা হয় ধী-কে। সঙ্গে তাঁর বন্ধুরাও ছিলেন। গাড়িতে করে গাঁজা নিয়ে যাচ্ছিলেন ধী ও তাঁর বন্ধুরা। মাদক সহযোগে গ্রেফতার করা হল গায়ক শিলাজিৎ মজুমদারের ছেলে ধী মজুমদারকে। কলকাতার রিজেন্ট পার্ক থানার পুলিশ গ্রেফতার করল ধী-কে। আজ শনিবার ধী-কে কোর্টে নিয়ে আসা হয়। তিনি ইতিমধ্যেই জামিনে ছাড়া পেয়ে গিয়েছেন।
প্রসঙ্গত, ওপেন টি বায়োস্কোপ ছবিতে অভিনয় করে নজর কেড়েছিলেন ধী মজুমদার। এছাড়া শিলজিৎ-এর ব্যান্ড সেট আপে তিনি ড্রামসও বাজাতেন। নিজেরও আলাদা ব্যান্ড রয়েছে তাঁর।