বাংলা চলচ্চিত্রে এখন জনপ্রিয় পরিচালকদের মধ্যে সৃজিত মুখোপাধ্যায় একজন। এবার সেই সৃজিত মুখোপাধ্যায়কেই দেখা গেল মউথ অর্গান বাজাতে। পরিচালনার পাশাপাশি তিনি মউথ অর্গানও যে বেশ ভালোই বাজান সেটা আর বলার অপেক্ষা রাখেনা। এক ঝাঁক তারকাদের নিয়ে তাঁর বাড়িতেই চলছে এই গানের আসর। যেখানে গিটার বাজিয়ে গান গাইছেন কৌশিক সেনের পুত্র ঋদ্ধি সেন। আর তার সঙ্গেই গান ধরেছেন সরঙ্গনাও। অন্যদিকে ঋদ্ধির গানের সঙ্গে সুর মিলিয়ে মউথ অর্গান বাজাচ্ছেন সৃজিত। সব মিলিয়ে আসর একেবারে জমে উঠেছে।