বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন টলিউডের হিট জুটি নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। আগামি ফেব্রুয়ারিতেই বিয়ে তাঁদের। আর তার নীলের যেন আর তর সইছে না। হবু বই তৃণাকে বাড়িতে আনতে পালকি নিয়ে একেবারে প্রস্তুত নীল। সেই সঙ্গেই চলছে চুটিয়ে রোমান্সও। ইতিমধ্যেই বাগদান পর্ব সেরে ফেলেছেন নীল ও তৃণা। সোশ্যাল মিডিয়ায় নিজেরাই সেই ছবি শেয়ার করেছিলেন। আপাতত জোর কদমে এখন চলছে তাঁদের বিয়ের প্রস্তুতি।