উমার শ্যুটিং ফ্লোরে এশিয়ানেট নিউজ বাংলা। খোলামেলা আড্ডায় উমা এবং আলিয়া। ধারাবাহিকের সম্পর্ক আর বাস্তবের সম্পর্ক একেবারে আলাদা। বাস্তবে উমা এবং আলিয়া খুব ভালো বন্ধু। ধরাবাহিক নিয়ে আড্ডায় অকপট উমা-আলিয়া।
জি বাংলার এখন বেশ জনপ্রিয় ধারাবাহিক উমা। ধারাবাহিকে উমা আর আলিয়ার খুনসুটি দেখেই অভ্যস্ত সকলে। তবে ধারাবাহিকের বাইরে দু'জনের সম্পর্কটা একেবারে অন্যরকম। অনস্ক্রিনে দু'জনের সম্পর্কটা খুনসুটির হলেও অফস্ক্রিনে দু'জনে খুব ভালো বন্ধু। উমার শ্যুটিং ফ্লোরে এশিয়ানেট নিউজ বাংলা। খোলামেলা আড্ডায় উমা এবং আলিয়া। ধারাবাহিকে দুজনের সম্পর্ক আর বাস্তবের সম্পর্ক একেবারে আলাদা। বাস্তবে উমা এবং আলিয়া খুব ভালো বন্ধু। ধরাবাহিক নিয়ে আড্ডায় অকপট উমা-আলিয়া। ধারাবহিকের উমা আর বাস্তবের শিঞ্জিনী একেবারে আলাদা, এমনটাই জানালেন আলিয়া অর্থাৎ শ্রীতমা। শ্রীতমার কথায় অবশ্য সায় দিলেন শিঞ্জিনী। কিছুদিন আগেই শ্যুটিংয়ের ফাঁকে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে আলিয়া, খোলামেলা আড্ডায় এমনটাই জানালেন উমা। আড্ডার ফাঁকেই আলিয়ার কোলে দেখা গেল উমাকে। প্রকাশ্যে উমাকে রীতিমত আদরে ভরালেন আলিয়া। অফস্ক্রিনে দু'জনে যে কত ভালো বন্ধু তা ধরা দিল এশিয়ানেটের ক্যামেরায়।