আজ এশিয়ানেটের মুখোমুখি মিঠাই ধারাবাহিকের সিড মানে আদ্রিত রায়
আজ এশিয়ানেটের মুখোমুখি মিঠাই ধারাবাহিকের সিড মানে আদ্রিত রায় | মিঠাই এর ট্রেক এখন জমজমাট, মোদক বাড়ির বিয়ে মানেই হৈচৈ | হল্লা পার্টিতো বেশি দিন হৈচৈ ছাড়া থাকতেই পারে না | তাই তাদের নতুন প্রজেক্ট সমরেশ মোদক আর অনুরাধার বিয়ে | এই ট্রেক এর মধ্যে দিয়ে এক শিক্ষণীয় মেসেজ ও পৌঁছে দেওয়া হয় দর্শকদের কাছে, বাবার একাকীত্বের কথা ভেবেই তার আবারও বিয়ের কথা ভেবে বসে হল্লা পার্টি | মা বাবা যেমন আমাদের ভালোটা চায়, আমাদের ও উচিৎ তারা কীভাবে ভালো থাকবে সেটা দেখা বললেন আদ্রিত , এছাড়াও তিনি একান্ত সাক্ষাৎকারে নিজের পারিবারিক কথা ও তুলে ধরলেন