মুক্তি পেতে চলেছে প্রভাস অভিনীত নতুন ছবি। প্রভাসের এই নতুন ছবি মুক্তির অপেক্ষায় এখন দিন গুনছে প্রভাসের ভক্তরা। ১১ মার্চ মুক্তি পেতে চলেছে প্রভাস অভিনীত 'রাধে শ্যাম'। প্রভাস অভিনীত বাহুবলি এবং সাহুর পর মুক্তি পেতে চলেছে এই ছবি। রাধে শ্যাম নিয়ে খোলামেলা আড্ডায় প্রভাস।
মুক্তি পেতে চলেছে প্রভাস অভিনীত নতুন ছবি। প্রভাসের এই নতুন ছবি মুক্তির অপেক্ষায় এখন দিন গুনছে প্রভাসের ভক্তরা। ১১ মার্চ মুক্তি পেতে চলেছে প্রভাস অভিনীত 'রাধে শ্যাম'। প্রভাস অভিনীত বাহুবলি এবং সাহুর পর মুক্তি পেতে চলেছে এই ছবি। রাধেশ্যাম নিয়ে খোলামেলা আড্ডায় প্রভাস। রাধে শ্যাম লাভস্টোরি, জানালেন প্রভাস। লাভস্টোরির মধ্যেও এই ছবিতে রয়েছে নানান টুইস্ট। বিক্রমাদিত্য এবং প্ররণা-র প্রেম নিয়েই এই ছবি। বহুবলীর শ্যুটিংয়েরও নানান গল্প শোনালেন প্রভাস। প্রভাস কি তাঁর ভক্তদের আরও একবার মন ছুঁয়ে যাওয়া অভিনয় উপহার দিতে পারবেন, এই প্রশ্নের উত্তরে প্রভাস বলেন, আশা করা যায় এই ছবিটি সবার ভালোলাগবে। প্রেমের ছবি হলেও এই ছবিতে আছে অ্যাডভেঞ্চারও, জানান প্রভাস। বাহুবলীর শ্যুটিংয়ের অভিজ্ঞতার কথাও জানালেন তিনি। রাধেশ্যাম মানুষের ভালো লাগবে, জানালেন প্রভাস। বাহুবলী৩ কি আসতে পারে, এনিয়ে প্রভাস কিছু বলেননি। রাজামৌলি ঠিক করবেন বাহুবলী ৩ আসবে কী না।