প্রতি বছর ২ নভেম্বর বাদশা মহল 'মন্নত' -এর একরকম জনস্রোত দেখতে পাওয়া। আর সবটাই হয় কিং খানের জন্মদিন উপলক্ষে। অগুন্তি ভক্তদের ভিড় জমে ওই দিন সেখানে। কিং খানের জন্মদিনে তাঁকে একবার শুভেচ্ছা বার্তা দিতে দেশ বিদেশ থেকে মানুষের ঢল নামে সেখানে। তাঁর ফ্যানেরা জন্মদিনে তাঁকে শুভেচ্ছা বার্তা দেওয়ার পাশাপাশি তাঁকে একবার দেখার জন্য ভিড় জমায় সেখানে। তাঁর ভক্তযে শুধু ভারতেই আছে তা একেবারেই নয়। ভারতের পাশাপাশি তাঁর অসংখ্য ভক্ত আছে বিদেশেও। তারও তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোলেননা। এবার তেমনই তাঁর এক বিদেশি ভক্তকে দেখা গেল তাঁর জন্মদিনে রঙ তুলি হাতে। একে ফেললেন কিং খানের অসাধারণ একটি ছবি। 'পেরু' -র এই ভক্ত যে কিং খানের জন্য একটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেই সঙ্গেই হিন্দিতে তাঁকে উদ্দেশ্য করে লিখেছেন 'স্যার হাম আপসে বহত জাদা প্যার করতে হেয়'। এই পোস্টটি আরও একবার প্রমাণ করে দেয় কিং খানের প্রতি তাঁর ভক্তদের ভালোবাসা।