বলিউডের বেতাজ বাদশা তিনি। তার রোমিন্টিকতায় উদ্বেল হয়ে ওঠে তরুণীদের মন। সেই কিং অফ রোমান্স শাহরুখ খানের আজ জন্মদিন। বাদশা পা দিলেন ৫৪-তে। আর জন্মদিনে প্রিয় অভিনেতাকে শুভেচ্ছা জানাতে রাত থেকেই কিং খানের বাড়ির সামনে ভিড় জমাতে থাকেন তাঁর ভক্তের দল। প্রিয় তারকাকে এক ঝলক দেখতে দেশের নানা প্রান্ত থেকে এসেছেন এই উৎসাহী জনতা।
বলিউডের বেতাজ বাদশা তিনি। তার রোমিন্টিকতায় উদ্বেল হয়ে ওঠে তরুণীদের মন। সেই কিং অফ রোমান্স শাহরুখ খানের আজ জন্মদিন। বাদশা পা দিলেন ৫৪-তে। আর জন্মদিনে প্রিয় অভিনেতাকে শুভেচ্ছা জানাতে রাত থেকেই কিং খানের বাড়ির সামনে ভিড় জমাতে থাকেন তাঁর ভক্তের দল। প্রিয় তারকাকে এক ঝলক দেখতে দেশের নানা প্রান্ত থেকে এসেছেন এই উৎসাহী জনতা। বৃষ্টি মাথায় নিয়েও প্রিয় অভিনেতার দর্শন পেতে অপেক্ষা করছিলেন অনুরাগীরা। তবে অপেক্ষা বিফল গেল না। মন্নতের বারান্দা থেকে সকলের উদ্দেশ্যে নিজস্ব স্টাইলে হাত নাড়লেন বাদশা।