এবার নক্ষত্র পতন ফ্যাশন দুনিয়ায়। প্রয়াত প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্ত। তাঁর অস্বাভাবিক মৃত্যু ঘিরে দানা বেঁধেছে রহস্য। ব্রড স্ট্রিটের বাড়ির শৌচাগার থেকে উদ্ধার হয় তাঁর দেহ। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টা নাগাদ উদ্ধার কার হয় তাঁকে। পরিবার সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। শৌচাগারে পড়ে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন বলেই অনুমান। তবে ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তাঁর কোনও রকম অসুস্থতা ছিলনা বলেই পরিবার সূত্রে জানা গিয়েছে। তাঁর দেহ উদ্ধারের পরেই পাঠানো হয় ময়না তদন্তের উদ্দেশ্যে। কি কারণে তাঁর মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগ।