১৪ নভেম্বর ২০১৮-তে সাত পাকে বাঁধা পড়েছিলেন বলিউডের হট জুটি দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুর। অনবদ্য লুকে সেদিন সেজে উঠেছিল ইতালির লেক কেমো। দেখতে দেখতে কেটে গেল একটি বছর। বিবাহবার্ষিকীতে দেশে ফিরলেন দুই বলিউড তারকা। পরিবারের সঙ্গেই দিনটি সেলিব্রেট করলেন দীপবীর।
১৪ নভেম্বর ২০১৮-তে সাত পাকে বাঁধা পড়েছিলেন বলিউডের হট জুটি দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুর। অনবদ্য লুকে সেদিন সেজে উঠেছিল ইতালির লেক কেমো। দেখতে দেখতে কেটে গেল একটি বছর। বিবাহবার্ষিকীতে দেশে ফিরলেন দুই বলিউড তারকা। পরিবারের সঙ্গেই দিনটি সেলিব্রেট করলেন দীপবীর।
পার্টি কিংবা আলোর রোসনাই নয়, বিবাহবার্ষিকীতে ঈশ্বরের দরবারেই কড়া নাড়লেন এই জুটি। ১৪ তারিখ সকালেই দর্শন করলেন ভেঙ্কাটেশ্বরের মন্দির। সেখান থেকেই পাড়ি দিলেন অমৃতসরে। সেখানে স্বর্ণমন্দির দর্শন করলেন পরিবারের সঙ্গেই।