আমরা কম বেশি সকলেই শরীরচর্চা করে থাকি। নিজেদের সুস্থ রাখার জন্য শরীরচর্চা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সমস্ত অভিনেতা-অভিনেত্রীরাও নিজেদের ফিট রাখেতে রীতিমতন দৈহিক কসরত করে থাকেন। তাঁরা সারাদিন ছুটছেন জিমে নিজেদেরকে দর্শকের কছে আরও আকর্ষণীয় করে তুলতে। এবার তেমনই ভাবে দেখা গেল অভিনেতা অঙ্কুশকে। নিজেকে ফিট রাখতে কত কি না করছেন তিনি সেখানে। জিমে গিয়ে রীতিমতন কসরত করছেন তিনি। শরীরচর্চা করতে গিয়ে আবার কখনও হাঁপিয়ে উঠছেন। তবুও নিজেকে ফিট রাখার আপ্রাণ চেষ্টা চলছে তাঁর।