চিনে নিন সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টিকারী শ্রেয়া ধন্নন্তরি কে

এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শ্রেয়া ধন্নন্তরির বিকিনি পড়া ছবি গুলি। অভিনেত্রী কে অসম্ভব হট ও গ্ল্যামারাস লাগছে, চোখ ফেরাতে পারছেন না নেট নাগরিক রা। সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যক্টিভ তিনি। বিকিনি পড়ে সমুদ্র সৈকতে আলাদা উষ্ণতা যোগ করেছেন তিনি।  চলুন দেখে নেয়া যাক সেই ভাইরাল হট ছবি গুলি।

শ্রেয়া কে 'স্ক্যাম ১৯৯২', দ্য হর্ষদ মেহেতা স্টোরি এবং জনপ্রিয় ওয়েব সিরিজ দ্য ফ্যামিলি ম্যান এ দেখা গেছে। একটি কালো রঙের ফ্লেয়ার স্লিভ বিকিনি তে অসম্ভব সুন্দর দেখাচ্ছে তাঁকে। ছবি টি তে বীচে একটি গাছের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন তিনি। এতেই মুগ্ধ তাঁর সোশ্যাল মিডিয়া ফলোয়ার রা। তাঁর ইন্সটাগ্রামে গেলে দেখতে পাবেন এই ছবির নিচে অসংখ্য কমেন্ট ও ইমজি। শ্রেয়ার টু-হট-টু-হ্যান্ডেল চেহারা সম্প্রতি সবাইকে বাকরুদ্ধ করে রেখেছে। অভিনেত্রী তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একাধিক ছবি পোস্ট করেছেন যাতে তাকে একটি কমলা রঙের সুইমস্যুটে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।  শ্রেয়া ধন্বন্তরির ছবি, আশ্চর্যজনকভাবে, সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করছে এবং নেটিজেনদের বাকরুদ্ধ করে রেখেছে। আগুন এবং লাল হৃদয় ইমোজি তে তার কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছেন মুগ্ধ ফলোয়ার রা।শ্রেয়া ধন্বন্তরি একজন ফিটনেস ফ্রিক, এবং তার টোনড ফিগার দেখলেই সেটি বোঝা যায়। একটি হালকা নীল ও গোলাপি চেকড বিকিনিতে, শ্রেয়া তার আওয়ার-গ্লাস বডি এবং সূক্ষ্ম কার্ভস ফ্লন্ট করেছিলেন সাথে পেয়ার আপ করা মিরর গ্লাস টি আলাদা আমেজ যোগ করেছে।শ্রেয়া ধন্বন্তরীকে সম্প্রতি অ্যামাজন মিনিসিরিজ 'গ্রে'-এ দেখা গিয়েছিল, যেটিতে দিয়া মির্জাও অভিনয় করেছিলেন। প্রোগ্রামটি, যুব অরিজিনালস দ্বারা প্রযোজিত এবং সাক্ষী গুরনানি দ্বারা পরিচালিত, ২০মে প্রিমিয়ার হয়েছিল এটি।

10:03'বহুরূপীর জন্যই খাদান এত সাফল্য পেয়েছে' কেন এমন বললেন দেব? দেখুন পুরো ভিডিও03:38খাদানের বক্স অফিসে সাফল্যে দর্শকদের হাত জড়ো করে ধন্যবাদ দেবের, দেখুন ভিডিও18:33খাদান নিয়ে দেবকে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন অরিত্র10:32Dev Khadaan: এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের05:31'খাদান দেখতে গিয়ে ভুলেও এই কাজটি করবেন না' ফ্যানেদের কাছে কী অনুরোধ করলেন দেব03:09খাদান সিনেমার সাফল্য কামনায় নৈহাটির বড়মার মন্দিরে দেব, যীশু সহ অন্যান্যরা, দিলেন ভক্তিভরে পুজো05:02RG Kar : 'আপনার কি করার কথা ছিল! বাধ্য করেছেন আপনি' বিস্ফোরক মানসী সিনহা11:39'স্বরূপ বিশ্বাস কিভাবে পদে আছেন সেটাই বুঝতে পারছি না', অকপট মানসী সিনহা05:14RG Kar : বিচারের দাবীতে গর্জন! কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল শিল্পীদের, রয়েছেন তারকারাও04:05RG Kar Protest : '২৩ দিন হয়ে গেল, প্রয়োজনে পথে নামবো' রবিবাসরীয় কলকাতার রাজপথে প্রতিবাদের গর্জন
Read more