অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মা হয়েছেন দেবিনা। গুরমিত-দেবিনার ঘর আলো করে এসেছে ফুটফুটে কন্যা সন্তান। ঘরে লক্ষ্মী আসার আনন্দে মেতেছেন এখন দু'জনে। ইতিমধ্যেই সন্তানকে নিয়ে ঘরে ফিরছেন দেবিনা।
অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মা হয়েছেন দেবিনা। দেবিনা যে মা হতে চলেছেন তা সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি দেখে বেশ বোঝা যাচ্ছিল। বেবিবাম্প নিয়ে একের এক ছবি উঠে এসেছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। তার সাধের ছবিও তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। অবশেষে গুরমিত-দেবিনার ঘর আলো করে এসেছে ফুটফুটে কন্যা সন্তান। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে গুরমিত জানান যে গুরমিত এবং দেবিনা মা-বাবা হয়েছেন। ঘরে লক্ষ্মী আসার আনন্দে মেতেছেন এখন দু'জনে। ইতিমধ্যেই সন্তানকে নিয়ে ঘরে ফিরছেন দেবিনা। মেয়েকে ঘরে আনার আনন্দে সেলিব্রেশন মুডে গুরমিত-দেবিনা। সোশ্য়াল মিডিয়ায় ইতিমধ্যেই শেয়ার করেছেন একটি ভিডিও। ভিডিওয় গুরমিত-দেবিনার হাতের মধ্যে দিয়ে উঁকি মারছে ছোট্ট হাত। এই ভিডিওটি ছাড়াও ছবিও কিছু পোস্ট করেছেন গুরমিত। ছবিতে দেখা গিয়েছে তাঁদের সামনে একটা সুন্দর কেক। কেক কেটেই মেয়ের ঘরে আসার আনন্দে মেতেছেন দুজনে।