জনপ্রিয় টিভি দম্পতি দেবীনা , গুরমিত তাদের দ্বিতীয় সন্তানকে স্বাগত জানাতে প্রস্তুত, ২০২২ সালের এপ্রিলে এই দম্পতি একটি কন্যা সন্তানের বাবা-মা হন |
দেবীনা, গুরমিত ২০১১ সালে বিয়ে করেছিলেন | ৩ এপ্রিল, ২০২২ এ একটি কন্যা সন্তানের বাবা-মা হন এই দম্পতি | আবার ও বাবা-মা হতে তারা প্রস্তুত | তারা তাদের মেয়েকে সাথে নিয়ে সোনোগ্রাফির ছবি তুলে ধরে | ইন্সটাগ্রামে এই ছবি পোস্টে করে এই দম্পতি তাদের দ্বিতীয় সন্তানের ঘোষণা দেন |