গাঁটছড়া বাঁধতে চলেছেন অভিনেত্রী দেবলীনা কুমার ও মহানায়কের নাতি গৌরব চট্টোপাধ্যায়। তাদের বিয়ের কথা বেশ কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল। অবশেষে এবার চার হাত এক হতে চলেছে। তবে তার আগেই রীতিমতন এক কান্ড ঘটিয়েছেন অভিনেত্রী দেবলীনা কুমার। বিয়ের আগের দিন হাতে, পায়ে মেহেন্দি, আর তাই নিয়েই শরীরচর্চা করতে দেখা গেল তাঁকে। শরীরচর্চা করতে তিনি যে বেশ পছন্দ করেন তা অনেকেরই জানা। তাঁর ফিটনেসই একটা বড় প্রমাণ তাঁর শরীরচর্চার প্রতি আকর্ষণের। শুধু তাই নয়, নিজেকে ফিট রাখতে চালান সাইকেলও। আর এই টলি সুন্দরীকেই এবার দেখা গেল হাতে মেহেন্দি নিয়েই শরীরচর্চা করতে। হাতে মেহেন্দি পড়েই শরীরচর্চায় মগ্ন তিনি।