সদ্য বড় পর্দায় মুক্তি পেয়েছে হিয়ার প্রথম ছবি 'নির্ভয়া'। ছোট্ট হিয়াকে এক সাহসী চরিত্রে দেখা গিয়েছে অভিনয় করতে। বর্তমানে ফেলনা ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। এই ফেলনার সেটেই পালিত হল হিয়ার জন্মদিন। ২৩ নভেম্বর ছিল হিয়ার জন্মদিন।
সদ্য বড় পর্দায় মুক্তি পেয়েছে হিয়ার প্রথম ছবি 'নির্ভয়া'। ছোট্ট হিয়াকে এক সাহসী চরিত্রে দেখা গিয়েছে অভিনয় করতে। বর্তমানে ফেলনা ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। এই ফেলনার সেটেই পালিত হল হিয়ার জন্মদিন। ২৩ নভেম্বর ছিল হিয়ার জন্মদিন। ফেলনার সেটে কেক কেটে পালিত হল তাঁর জন্মদিন। এশিয়ানেট নিউজ বাংলার ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি। প্রসঙ্গত, সদ্য মুক্তি পেয়েছে বড় পর্দায় হিয়ার প্রথম ছবি 'নির্ভয়া'। ছবিতে ছোট্ট হিয়াকে সাহসী চরিত্রে দেখা গিয়েছে। ছবি মুক্তির পর তার অভিনয়ও মুগ্ধ করেছে দর্শকদের। বর্তমানে ফেলনা ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছে হিয়া। সেই পটল কুমার গান ওয়ালা থেকে শুরু, তারপর আলোছায়া, আজ ফেলনা এমনকি বড়পর্দায় ও দর্শকদের প্রশংসা কুড়িয়েছে ছোট্ট হিয়া। ২৩সে নভেম্বর ছিল তাঁর জম্মদিন। আর এই বিশেষ দিনে ফেলনার সেটেই হয়ে গেল হিয়ার বার্থডে সেলিব্রেশন।