হৃত্বিক রোশন অভিনীত 'সুপার ৩০' বক্স অফিসে সুপারহিট। ভাল ব্যবসা করেছে 'ওয়ার' ছবিটিও। বেশ ফুড়ফুড়ে মেজাজে রয়েছেন হৃত্বিক রোশন। 'সুপার ৩০' ছবিতে গণিতজ্ঞ আনন্দ কুমারের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে হৃত্বিককে। সেই আনন্দ কুমার যিনি পাটনায় ৩০ জন দুঃস্থ মেধাবী ছাত্রকে আইআইটি প্রবেশিকা পরীক্ষার জন্য বিনা পারিশ্রমিকে পড়ানোর দায়িত্ব নিয়েছিলেন। প্রতিষ্ঠা করেছিলেন আর্থিক ভাবে দুঃস্থদের জন্য প্রতিষ্ঠা করেন কোচিং সেন্টার 'সুপার ৩০'। আনন্দকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানালেন হৃত্বিক। আনন্দের জন্য ডিনারেরও আয়োজন করেন সুপারস্টার।
হৃত্বিক রোশন অভিনীত 'সুপার ৩০' বক্স অফিসে সুপারহিট। ভাল ব্যবসা করেছে 'ওয়ার' ছবিটিও। বেশ ফুড়ফুড়ে মেজাজে রয়েছেন হৃত্বিক রোশন। 'সুপার ৩০' ছবিতে গণিতজ্ঞ আনন্দ কুমারের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে হৃত্বিককে। সেই আনন্দ কুমার যিনি পাটনায় ৩০ জন দুঃস্থ মেধাবী ছাত্রকে আইআইটি প্রবেশিকা পরীক্ষার জন্য বিনা পারিশ্রমিকে পড়ানোর দায়িত্ব নিয়েছিলেন। প্রতিষ্ঠা করেছিলেন আর্থিক ভাবে দুঃস্থদের জন্য প্রতিষ্ঠা করেন কোচিং সেন্টার 'সুপার ৩০'। আনন্দকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানালেন হৃত্বিক। আনন্দের জন্য ডিনারেরও আয়োজন করেন সুপারস্টার।