সারা বিশ্বে জেনিফার লোপেজের অনুরাগী সংখ্যা কম নয়। মার্কিন অভিনেত্রী ও গায়িকার গুনমুগ্ধরা ছড়িয়ে রয়েছে দুনিয়ার নানা প্রান্তে। তাদের জন্যই পঞ্চাশোর্দ্ধ গায়িকা শেয়ার করলেন নিজের ব্যক্তিগত জীবনের কিছু ছবি। যেখানে হলিউড অভিনেত্রীকে দেখা যাচ্ছে তাঁর ১১ বছরের মেয়ের সঙ্গে সময় কাটাতে।
সারা বিশ্বে জেনিফার লোপেজের অনুরাগী সংখ্যা কম নয়। মার্কিন অভিনেত্রী ও গায়িকার গুনমুগ্ধরা ছড়িয়ে রয়েছে দুনিয়ার নানা প্রান্তে। তাদের জন্যই পঞ্চাশোর্দ্ধ গায়িকা শেয়ার করলেন নিজের ব্যক্তিগত জীবনের কিছু ছবি। যেখানে হলিউড অভিনেত্রীকে দেখা যাচ্ছে তাঁর ১১ বছরের মেয়ের সঙ্গে সময় কাটাতে। গ্ল্যামার দুনিয়ার বাইরে সন্তানরাই যে তাঁর জগত সেটাই বুঝিয়েছেন লোপেজ। ১১ বছরের মেয়ে এমির সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা জেনিফারের ছবি ইতিমধ্যে লাইকের ঝড় তুলেছে। প্রাক্তন স্বামী মার্ক অ্যান্টনির সঙ্গে এমা ছাড়াও ম্যাক্স বলে আরেকটি যমজ কন্যা রয়েছে লোপেজের। বর্তমানে অ্যালেক্স রডরিগেজের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। অ্যালেক্সের দুই কন্যার সঙ্গেও যথেষ্ট স্বচ্ছন্দ জেনিফার।