টেলিভিশনে আসছে ঝলক দিখলা জা সিজন ১০, তারই শুটিংয়ে মুম্বাইের ফিল্ম সিটিতে দেখা গেল বিচারক মাধুরী দীক্ষিত, করণ জোহর, নোরা ফাতেহি ও অন্যান্য প্রতিযোগী
টেলিভিশনে আসছে ঝলক দিখলা জা সিজন ১০ | এটি একটি সেলিব্রিটি ডান্স রিয়েলিটি শো | বিচারকের আসনে নোরা ফাতেহি, মাধুরী দীক্ষিত এবং করণ জোহর | এই রিয়েলিটি শো তে অ্যাঙ্করিং করছে মনিশ পল | প্রতিযোগীর মধ্যে রয়েছেন রুবিনা দিলাইক, নিয়া শর্মা, ধীরজ ধোপার এবং পারস কালনাওয়াত এবং আরও অনেকে |