বছর শেষে উৎসবের আমেজ এখন সর্বত্র। বড়দিনের আনন্দে মেতে উঠেছে এখন সকলে। আলো আর ক্রিসমাস ট্রি দিয়ে সেজে উঠেছে চারপাশ। করোনা ভুলে উৎসবের আনন্দ উপভোগ করছে সকলে। আর এই বড়দিন মানেই মনে বেজে ওঠে জিংগেল বেলের সুর। আর এই জিংগেল বেলই এবার শোনাগেল একেবারে অন্যভাবে। তবলায় বাজছে জিংগেল বেলের সুরে। তবলার এই সুরই মন কাড়ছে এখন সকলের।