‘করুণাময়ী রাণী রাসমণি ধারাবাহিকে শেষ হল রাণীমা -র যাত্রা। রবিবারেই শেষ যাত্রায় দেখা যাবে রাসমণিকে। রাণী রাসমণি অর্থাৎ দ্বিতীপ্রিয়া এই ধারাবাহিক থেকে নিতে চলেছে বিদায়। এখনই তবে থামবে না বাঙালির অন্যতম প্রিয় ধারাবাহিক। গদাধর ও সারদামণিকে নিয়ে এগোবে এবার ধারাবাহিক। শুটিংয়ের শেষ দিনের ভিডিও এল এবার প্রকাশ্যে। মন খারাপের মাঝেই সবাই বিদায় জানালেন রাণীমা -কে।